এককথায়- হ্যাঁ, পায়। পুরুষের বীর্যপাতের সময় নারীরও সারাদেহ একটা নেশার মত আবেশ ভর করে। যা নারী-পুরুষ উভয়ের জন্য আনন্দদায়ক বটে। এটা বীর্যপাতের প্রতিক্রিয়া। কিন্তু পুরুষাঙ্গের ঘর্ষণজনিত আনন্দ কিংবা চরম তৃপ্তির আনন্দ, আর এ আনন্দ ঠিক এক নয়। তবে একটা আরেকটারই পরিণতি।
শুক্রপাতের সময় শুক্রপাত জনিত সিক্ততা ও উত্তাপে এমন একটি প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যার ফলে সূক্ষ্ম ও নিবিড় এক পুলকে নারীর চোখ বুঝে আসে। নারী তখন পুরুষকে দৃঢ়ভাবে জড়িয়ে ধরে চুপ করে কিছুক্ষণ সেই পুলকের শিহরণ অনুভব করতে চায়। এ সময় পুরুষের উচিৎ কিছু সময় চুপ করে সঙ্গিনীকে জড়িয়ে থাকা।
বীর্যপাতের পর সঙ্গে সঙ্গে সরে পড়া কোনোভাই ঠিক নয় পুরুষের জন্য। এটা সম্পর্ক ভেঙে যাওয়ার মতো পরিবেশ ও নারীর মানসিকতা সৃষ্টি করতে পারে। তাই সহবাসে এটি গুরুত্বের সঙ্গে পালন করতে হবে।
0 comments:
Post a Comment